ইউরোপে অন্তর্ভুক্তির পথে বাধা দূর করতে ফ্রান্সের প্রতি তুরস্কের আহবান
তুরস্কের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিষয়কমন্ত্রী অ্যাগিম্যান বাগিস এই জোটে তুরস্কের অন্তর্ভুক্তির পথে বিরাজমান রাজনৈতিক বাধা দূর করার জন্য ফ্রান্সের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি এই জোটে তুরস্কের অন্তর্ভুক্তির পথে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির পক্ষ থেকে সৃষ্ট বাধা অপসারণের জন্য প্যারিসের প্রতি আহবান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইইউ’তে তুরস্কের অন্তর্ভুক্তির বিরোধিতা করা থেকে সরে আসার জন্য ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অ্যাগিম্যান বাগিস এ ব্যাপারে সহযোগিতা করতে ওলাঁদের প্রতি আহবান জানান।
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি ছিলেন ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের অন্তর্ভুক্তির তীব্র বিরোধী। কিন্তু দেশটির বর্তমান প্রেসিডেন্ট তুরস্কের এ সংক্রান্ত আবেদনের প্রতি সমর্থন জানিয়েছেন এবং তিনি আঙ্কারার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করছেন। ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা ২০০৫ সালে শুরু হয়।