হারুনুর রশিদ সভাপতি নির্বাচিত
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন ইন ইউকে’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন ইন ইউকে (জুয়াক) এর উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জুন রোববার পূর্ব লন্ডনের নিডা হাউসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জুয়াককে আরো গতিশীর এবং শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে স্বাগত বক্তব্য রাখেন জুয়াকের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জুবায়ের বাবু। মধ্যাহ্ন ভোজের পর হারুনুর রশিদ এর সভাপতিত্বে এবং ফারুক খান ও সিনা আখতারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রাক-নির্বাচনী আলোচনা সভায় বক্তব্য রাখেন জুয়াকের সদস্যবৃন্দ।
বক্তারা জুয়াকের পরিধি বাড়ানোর জন্য ব্রিটেনে অবস্থানরত জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে তাদের জুয়াকের অন্তর্ভূক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় নতুন কমিটির গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও জুয়াকের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দেন বক্তারা। ব্রিটেনে এবং দেশে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়ারও কথা আলোচনায় উঠে আসে।
সভায় বক্তব্য রাখেন জুয়াকের সাংগঠনিক চৌধুরী নিয়াজ মাহমুদ, জয়নাল চৌধুরী, জোতিষ সাহা, মুর্শেদ আখতার বাদল, আখতার মাহমুদ, গোলাম কিবরিয়া, সেলিনা সুলতানা, শফিকুজ্জামান জাভেদ, আনিছুজ্জামান, সাহিত্য পাল, নুরুল মঈন, মাহমুদুন নবী নোমান, শামীমা আহমেদ, রায়হান সহ আরো অনেকে।
উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে হারুনুর রশিদ (ইতিহাস, ৬ ব্যাচ) সভাপতি, ফারুক খান (সরকার ও রাজনীতি, ১৬ ব্যাচ) সাধারণ সম্পাদক এবং জাহানারা আখতার শিমলা (ভূগোল ২৪ ব্যাচ)কে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।