ভারতে এবার স্কুলবাসে ৪ বছরের শিশু ধর্ষিত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্তবাসে প্যারামেডিকেল ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় চার অভিযুক্তর ফাঁসির রায় দিয়েছে আদালত। ভারত তথা গোটা বিশ্বের মানুষের স্মৃতি থেকে সেই ঘটনা এখনো দগদগে রয়েছে। অথচ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের স্তব্ধ করার মতো খবর বেরিয়েছে ভারতের গণমাধ্যমগুলোতে।
এবারের ঘটনা মহারাষ্ট্রের বাদলাপুরের থানে এলাকায়। সেখানে চারবছর বয়সী এক শিশুকন্যা স্কুল বাসে ধর্ষণের শিকার হয়েছে। চলতি মাসের ৬ সেপ্টেম্বর এ ঘটনা ঘটলেও ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়া টুডে গতকাল রোববার এ খবর জানিয়েছে।
ওইদিন বিকাল চারটার দিকে স্থানীয় স্কুলের শিশুশ্রেণীর ছাত্রী ওই মেয়েটি স্কুলবাসে একা একা বসেছিল। সুযোগ পেয়ে স্কুলটির সুইপার ২৬ বছর বয়সী সন্দীপ শিশুটিকে ধর্ষণ করে।
মেয়েটি তার মা-বাবাকে ওই ঘটনা জানালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর শিশুটির মা-বাবা এফআরআই দায়ের করেন।
পুলিশ অভিযুক্ত সন্দীপ কার্ভকে আটক করেছে। সেইসঙ্গে স্কুলবাসটি জব্দ করেছে। অভিযুক্ত সন্দীপ এর আগেও এ ধরনের কোনো অপরাধ করেছেন কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। সূত্র : ওয়েবসাইট।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button