লন্ডনের রেলস্টেশনে বোমা হুমকি
লন্ডনের একটি রেলস্টেশনে নিজের কাছে বোমা থাকার দাবি জানিয়েছে এক ব্যক্তি। শুক্রবার এ ঘটনার পরপর চেরিং ক্রস রেলওয়ে স্টেশন এলাকা ঘিরে ফেলে পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের কাছে খবর আসে ভূগর্ভস্থ রেললাইনে এক ব্যক্তি অবস্থান করছে। ওই ব্যক্তি দাবি করেছে তার কাছে বোমা আছে। এ ঘটনার পরপর লন্ডন পাতাল রেল ও প্রধান লাইনের যোগাযোগ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের এক মুখপাত্র বলেছেন, ‘চেরিং ক্রস স্টেশনে নিজের কাছে বোমার থাকার কথা দাবি করা ব্যক্তিকে আটক করা হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব স্টেশন খুলে দেওয়ার জন্য কাজ করছি। যাত্রী ও রেলকর্মীদের বিষয়টি অনুধাবন করে ধৈর্য্য ধারণ করার জন্য তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি।’