ফিলিস্তিনী রাষ্ট্র ছাড়া কোনো শান্তি নয়: আবদুল্লাহ

abdullahজেরুসালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে বলে জানিয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। গত বৃহস্পতিবার রাজধানী আম্মানে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে বৈঠককালে তিনি এই কথা জানান। জেরুজালেম শহরের পবিত্র ইসলামিক স্থানগুলোর দেখভালের দায়িত্বপালন করে থাকে দেশটি।
সফরে মার্কেল মধ্যপ্রাচ্যে ইরানের ‘আক্রমণাত্মক প্রবণতা’ মোকাবেলার জন্য ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে মত দেন। এর আগে সোমবার আবদুল্লাহর সঙ্গে আম্মানে বৈঠক করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিযাহু। আঞ্চলিক উন্নযন, শান্তি প্রক্রিযা এবং দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক উন্নযন নিয়ে তারা আলোচনা করেন। তাদের বৈঠকে নেতানিযাহু জেরুসালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা বজায রাখার জন্য ইসরাইলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পরের দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইহুদি জামাতা ও উপদেষ্টা জেরাড কুশনার এবং মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিযা সম্পর্কিত ট্রাম্পের বিশেষ দূত জেসন গ্রিনব্লাট শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য আম্মানে বাদশা আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button