রাষ্ট্রীয় অর্থ জালিয়াতির দায়ে অভিযুক্ত নেতানিযাহুর স্ত্রী
রাষ্ট্রীয় অর্থ জালিয়াতি ও অপব্যবহারের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিযাহুর স্ত্রীর বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর বাসভবনে আপ্যায়ন খরচ হিসেবে এক লাখ ডলার অর্থ অপব্যবহারের অভিযোগ ওঠে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে।
আইন মন্ত্রণালয় জানিয়েছে, তার বিরুদ্ধে পুলিশী তদন্তে বিশ্বাসভঙ্গতারও অভিযোগ আনা হয়েছে। তবে সারা নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
তার আইনজীবী জানান, সারার বিরুদ্ধে আনা অভিযোগ হাস্যকর ও বিভ্রান্তিকর। বৃহস্পতিবার (২১ জুন) প্রধানমন্ত্রী দপ্তরের সাবেক উপপরিচালক এজরা সেইডোফসহ সারার বিরুদ্ধে এ অর্থ অপব্যবহারের অভিযোগ ওঠে। জেরুজালেমের জেলা অ্যাটর্নি অফিস জানিয়েছে, সকল ধরণের নথিপত্র ও পরিস্থিতি খতিয়ে দেখে দুই অভিযুক্তের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।