সানগ্লাস উপহারের খবর গোপন করায় ট্রুডোকে জরিমানা

trudeauগত বছর ৩০০ ডলার মূল্যের দুই জোড়া সানগ্লাস উপহার পেয়েছিলেন জাস্টিন ট্রুডো । সে খবর জনগণকে না জানানোয় তাকে ১০০ ডলার জরিমানা গুণতে হচ্ছে। কানাডার আইন অনুযায়ী ২০০ ডলার মূল্যের বেশি দামী উপহার পেলে তা জনসম্মুখে ৩০ দিনের মধ্যে জানাতে হয়। তিনি তা না জানানোয় জরিমানা করা হয়েছে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে।
২০১৭ সালের জুনে প্রিন্স অ্যাওয়ার্ড আইল্যান্ড সফরের সময় দ্বীপটির প্রধান ওয়েড ম্যাকলুহান ট্রুডোকে ওই সানগ্লাসগুলো দেন। দেশটির কনফ্লিকট অব ইন্টারেস্ট অ্যান্ড এথিকস কমিশনার মারিও ডিওনের কার্যালয় ট্রুডোর আর্থিক জরিমানার বিষয়টি নিশ্চিত করেছে।
এ বিষয়ে ইমেইলে দেয়া এক বিবৃতিতে ট্রুডোর প্রেস সচিব বলেছেন, প্রশাসনিক ত্রুটির কারণে উপহার সম্পর্কে জানানো হয়নি। এথিকস কমিশনের কাজে প্রধানমন্ত্রী ট্রুডো শ্রদ্ধাবান। তিনি এ কমিশনের উপদেশ ও পরামর্শ মেনে চলবেন। গত ডিসেম্বরেও নিয়মভঙ্গের অভিযোগ উঠে ট্রুডোর বিরুদ্ধে। বাহামায় আগা খানের মালিকানাধীন ব্যক্তিগত দ্বীপে সপরিবারে ভ্রমণ করেছিলেন ট্রুডো। সে সফরের ব্যয়ভার ট্রুডো নিজে বহন করেননি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button