এরদোগানের সাফল্যে রাতভর আঙ্কারায় উল্লাস

turkeyএরদোগানের বিজয়ের খবরে রাতভর রাস্তায় নেমে উচ্ছাস প্রকাশ করেছেন এরদোগানের সমর্থকরা। এরদোগানের সাফল্য উদযাপন করতে রাজধানী আঙ্কারার পাশাপাশি অন্যান্য প্রাদেশিক শহরগুলোতে একে পার্টির কর্মী-সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। এসময় তারা একে পার্টি ও তুরস্কের জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় জড়িয়ে পড়েন। এছাড়াও, বেলারুশ, বেলজিয়ামসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত তুর্কি প্রবাসীরাও উল্লাস প্রকাশ করতে রাস্তায় নেমে আসেন।
রবিবার তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে পুনর্র্নিবাচিত হন রিসেপ তাইয়্যেব এরদোগান। প্রথমবারের মতো একই সঙ্গে অনুষ্ঠিত পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনে এরদোগান ও তার জোটের ঐতিহাসিক বিজয় হয়েছে। এই নির্বাচনে ৫২ দশমিক ৫৫ শতাংশ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি। তার প্রধান প্রতিদ্ব›দ্বী কামাল আতাতুর্কের দল সিএইচপি’র প্রার্থী মুহাররেম ইনস এ পর্যন্ত পেয়েছেন ৩০ দশমিক ৬৮ শতাংশ ভোট। এখন পর্যন্ত মোট ৯৯ দশমিক ১১ শতাংশ ভোট গণনা করা হয়েছে। রোববার একইসঙ্গে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। পার্লামেন্ট নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির নেতৃত্বাধীন জোট পিপলস অ্যালায়েন্স। ৯৯ দশমিক ৫ শতাংশ ভোট গণনা শেষে দেখা যায়, ৫৩ দশমিক ৬২ শতাংশ ভোট পেয়েছে এরদোগানের জোট। সিএইচপি’র নেতৃত্বাধীন ন্যাশনাল অ্যালায়েন্স পেয়েছে ৩৪ দশমিক ০৪ শতাংশ ভোট। ৬০০ আসনের পার্লামেন্টে এরদোগানের দল একে পার্টি থেকে নির্বাচিত হয়েছেন ২৯৩ জন এমপি। জোট শরিক এমএইচপি থেকে নির্বাচিত হয়েছেন ৫০ জন। সিএইচপি থেকে নির্বাচিত হয়েছেন ১৪৬ জন এমপি। তাদের জোট শরিক ইয়ি পার্টি থেকে নির্বাচিত হয়েছেন ৪৪ জন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button