বাণিজ্য রেশারেশির জেরে বিশ্ব পুঁজিবাজারে পতন অব্যাহত

Economyযুক্তরাষ্ট্রের সাথে বড় অর্থনীতিগুলোর মধ্যে বাণিজ্য রেশারেশির জের ধরে সোমবারও পতন ঘটেছে বিশ্বের প্রধান পুঁজিবাজারগুলোতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোতে চীনা বিনিয়োগ বন্ধ করতে পারেন, ওয়াল স্ট্রিট জার্নালের এই সংবাদও নেতিবাচক প্রভাব ফেলেছে বাজারে।
এই সংবাদ রাতারাতি প্রভাব ফেলেছে এশিয়ার বাজারে। এদিকে দিনের শুরুর ঘন্টাতেই সকালের লেনদেনে লন্ডন প্যান ইউরোপিয়ান সূচক সেটিওএক্সএক্স ৬০০ সূচক আধা শতাংশ পড়ে গেছে। এসঅ্যান্ডপি ৫০০ মিনি সূচক ০৬ শতাংশ পতন ঘটেছে। এদিকে জাপানের বাইরে থাকা এমএসসিআই ব্রডকাস্ট সূচকেরএশিয়া প্যাসেফিক অঞ্চলের শেয়ারদর ০.৯৫ শতাংশ পতন ঘটেছে। যা গত সাড়ে ৬ মাসের মধ্যে সর্বনিম্ন। জাপানের নিকি ০.৮ শতাংশ পয়েন্ট খুঁইয়েছে। বাণিজ্য শঙ্কায় সবচেয়ে বেশী ক্ষতির মুখে পড়েছে ইউরোপিয়ান গাড়ি উৎপাদন খাত। ট্রাম্প ইউরোপিয়ান গাড়ির উপর ২০ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দেয়ায় টানা ৭ম দিনের মতো দর হারিয়েছে এই খাত। এই খাতে সোমবার ১.৪ শতাংশ সূচক কমেছে। পৃথিবীন ৪৭টি দেশের বাজারের উপরে নজরদারি করা এমএসসিআই অল কান্ট্রি ইনডেক্স সোমবার সকালের লেনদেনে ০.৩ শতাংশ দর হারিয়েছে। বানিজ্য যুদ্ধের শঙ্কায় গত ৫-৬ শপ্তাহ ধরেই কমছে এই সূচক। গত সপ্তাহে যা ১ শতাংশ কমেছে। এটি গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান।
এর মধ্যে সবচেয়ে বেশী দর হারিয়েছে চীনা শেয়ারগুলো। এই শেয়ারগুলো সোমবার ১.২৭ শতাংশ দর হারিয়েছে। গত সপ্তাহে চীনা কোম্পানিগুলো ৩.৭ শতাংশ দর হারিয়েছিলো। নিশ্চিতভাবেই বলা যায় ট্রাম্পের ২০০ বিলিয়ন ডলার শুল্কারোপের ঘোষণাই এই দরপতনের কারণ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button