জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বগুড়ায় কয়েদীর পোশাক পরে মিছিল
১৮ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার আগমনকে স্বাগত জানিয়ে বগুড়ায় কয়েদীর পোশাক পরে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। কারাবন্দী জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বগুড়ার মোকামতলা বন্দরে এই ব্যতিক্রমধর্মী মিছিল করেছে ছাত্রশিবির। শিবিরের এই ব্যতিক্রমধর্মী আয়োজন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
জানা যায়, গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় জামায়াত-শিবিরের শতাধিক নেতা-কর্মী বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা বন্দরে মিছিল শুরু করেন। এর মধ্যে ২০-২৫ জন নেতা-কর্মী কয়েদীর ডোরাকাটা পোশাক পরিধান করে মিছিল বের করে। ব্যতিক্রমধর্মী এ মিছিলটি সকালের দৃষ্টি কাড়ে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হওয়ার আগেই মিছিল শেষ করে চলে যায় নেতা-কর্মীরা। মিছিলকারীরা জামায়াতে ইসলামীর কারাবন্দী শীর্ষ নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আযম, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ সকল নেতা-কর্মীর মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেয়। মিছিল শেষ হওয়ার পরপরই ওই মহাসড়ক ধরে বগুড়া থেকে রংপুর যান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।