গাজীপুরের মেয়র আ’লীগের জাহাঙ্গীর
ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশনের মেয়র হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার সকাল ৭টায় রিটার্নিং কর্মকর্তা রাকিব উদ্দিন মণ্ডল বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
ফলাফল অনুযায়ী, জাহাঙ্গীর আলম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকারকে ২ লাখ ২ হাজার ৩৯৯ ভোটে পরাজিত করেন।
নির্বাচনে ৪২৫ কেন্দ্রের মধ্যে ৪১৬টি কেন্দ্রের ফলাফলে জাহাঙ্গীর আলম ৪ লাখ ১০ হাজার ভোট পান। অন্যদিকে হাসান উদ্দিন সরকার পান ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট। সংঘর্ষ, জাল ভোট এবং কেন্দ্র দখলের অভিযোগে৭ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।
এর আগে বিভিন্ন কেন্দ্রে অনিয়ম এবং জাল ভোট নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগের মধ্যে মঙ্গলবার গাজীপুর সিটিতে ভোট অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় শুরু হওয়া ভোট কোনো বিরতি ছাড়াই চলে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচনে বিএনপি নানা অভিযোগ তুললেও তা অস্বীকার করে আওয়ামী লীগ ও তার মেয়র প্রার্থী দাবি করেন, ভোটকে বিতর্কিত করতেই বিএনপি বিভিন্ন অভিযোগ করেছে। নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেন তারা। -ইউএনবি