বন্ধ থাকা পরমাণু কেন্দ্র চালু করেছে ইরান

Iran৯ বছর নিষ্ক্রিয় পড়ে থাকা একটি পারমাণবিক কেন্দ্র চালু করেছে ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধ করতেই এটি চালু করা হয়েছে বলে বুধবার দেশটির আণবিক শক্তি সংস্থা জানিয়েছে। ইরানের সঙ্গে ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর পারমাণবিক সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই চুক্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের শতের্ পারমাণবিক কমর্সূচি সীমিত করতে সম্মত হয়েছিল তেহরান। তবে পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর সম্প্রতি ইউরেনিয়ামসমৃদ্ধ করার তৎপরতায় গতি আনার নিদের্শ দিয়েছিলেন ইরানের সবোর্চ্চ ধমীর্য় নেতা আয়াতুল্লাহ খামেনি।
দেশটির আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, ট্রাম্পের প্রত্যাহারের নিদেের্শর প্রতিক্রিয়ায় খামেনি যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নিদের্শ দিয়েছিলেন, তার অংশহিসেবে ইস্পাহানের ইউরেনিয়াম কনভাসর্ন ফ্যাসিলিটি কারখানায় বুধবার থেকে ইউএফ-সিক্স উৎপাদনের তৎপরতা শুরু হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button