সমৃদ্ধ পাকিস্তান প্রচারণা লন্ডনে
বিশ্ব অর্থনীতিতে পাকিস্তানের গুরুত্বপূর্ণ অবস্থান এবং এবং একটি উদীয়মান দেশ হিসেবে তুলে ধরতে একটি বেসরকারকারী বিনিয়োগ গ্রুপ লন্ডনের বিখ্যাত লাল রংয়ের ডাবল-ডেকার বাসের মাধ্যমে ‘সমৃদ্ধ পাকিস্তান’ প্রচারণা শুরু করেছে। ৬২ বিলিয়ন ডলারের চায়না-পাকিস্তান ইকনমিক করিডোর (সিপিইসি)-কে ঘিরে যে রিয়েল স্টেট বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে তা তুলে ধরতে বেসরকারি বিনিয়োগ কোম্পানি সিপিআইসি লন্ডনের রাস্তায় ১০০ আইকনিক বাস নামিয়েছে। এসব বাসের গায়ে বড় আকারের ব্যানারে খচিত ‘প্রোসপারাস পাকিস্তান, #পাক২০৩০, সিপিআইসি’। এসব বাস দুই সপ্তাহ লন্ডনের রাস্তায় চলবে। সেন্ট্রাল লন্ডন জোনসহ পুরো লন্ডন নেটওয়ার্কে বাসগুলো চলাচল করবে। ফলে প্রচারণাটি লাখ লাখ মানুষের দৃষ্টি আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। এই প্রচারণা লন্ডনের রাস্তায় চলাচলকারী স্থানীয় এবং বিদেশি পর্যটকদের জানাবে যে দক্ষিণ এশিয়ার দেশটিতে বিনিয়োগের সীমাহীন সুযোগ তৈরি হয়েছে। সুন্দর প্রচারণা ব্যানারে সিপিআইসি’র #পাক২০৩০ ওয়েবসাইটের কথাও উল্লেখ রয়েছে, সেখানে পাকিস্তানের নতুন বৈশ্বিক অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।