প্রেসিডেন্টকে বাড়তি ক্ষমতা দিয়ে তুরস্কে ডিক্রি জারি
সংসদীয় ব্যবস্থা থেকে নিবার্হী প্রেসিডেন্ট শাসিত ব্যবস্থায় যাওয়ার অংশ হিসেবে প্রেসিডেন্টকে বাড়তি ক্ষমতা দিয়ে ডিক্রি জারি করেছে তুরস্ক। বুধবার তুরস্কের সরকারি গেজেটে ডিক্রিটি জারি করা হয়। এর মধ্য দিয়ে দেশটির প্রথম ‘নিবার্হী প্রেসিডেন্ট’ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
গত বছর অনুষ্ঠিত গণভোটে সাংবিধানিক পরিবতের্নর পক্ষে রায় দেয় তুর্কি জনগণ। ওই গণভোটে দেশের সংসদীয় ব্যবস্থাকে নিবার্হী প্রেসিডেন্সিয়াল ব্যবস্থায় পরিণত করার পক্ষে রায় এসেছিল। নতুন ব্যবস্থা অনুযায়ী, পরবর্তী প্রেসিডেন্ট উল্লেখযোগ্য নিবার্হী ক্ষমতা পাবেন। এমনকি প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করতে পারবেন তিনি। নিবার্হী প্রেসিডেন্ট হিসেবে পালাের্মন্টের মনিটরিং করার ভূমিকা বাতিল করার ক্ষমতাও থাকবে তার হাতে।
গত ২৪ জুন একযোগে প্রেসিডেন্ট ও পালাের্মন্ট নিবার্চনে ভোট দেয় তুর্কি জনগণ। ওই নিবার্চনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেন এরদোয়ান। আগামী ৯ জুলাই এরদোয়ান প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। তার আগে প্রেসিডেন্টকে বাড়তি ক্ষমতা দিয়ে ডিক্রি জারি করেছে তুরস্ক। নতুন ব্যবস্থা অনুযায়ী, পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে এরদোয়ান উল্লেখযোগ্য নিবার্হী ক্ষমতা পাবেন।