মুফতি ওয়াক্কাস কে অবিলম্বে মুক্তি দিন : জমিয়তে উলামা ইউকের জোর দাবি
যুগ শ্রেষ্ঠ আলেমেদ্বীন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় মহাসচিব,হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক মন্ত্রী আল্লামা মুফতি ওয়াক্কাস কে অন্যায়ভাবে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামা ইউকে।
বৃটেনের গণপ্রতিনিধিত্বশীল ইসলামী সংগঠন জমিয়তে উলামা ইউকে’র দায়িত্বশীল নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন বর্তমান ফ্যাসিবাদী জালেম আওয়ামী সরকার কর্তৃক মুফতি ওয়াক্কাস এর মত বয়সবৃদ্ধ মহান আলেমেদ্বীন, প্রবীন শায়খুল হাদীস, জাতীয় ইসলামী নেতা ও বারংবার নির্বাচিত সর্বজন প্রিয় গণপ্রতিনিধি কে যেভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকারে পরিণত করা হয়েছে, তা বর্তমান সরকারের ইসলাম ও মুসলিম বিদ্বেষের চরম বহি:প্রকাশ ছাড়া কিছু নয়। গত ১১ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের রোমান রোডস্থ জমিয়ত অফিসে ইউকে জমিয়তের সভাপতি মাওলানা শাহ মুহাম্মদ আনাস এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সৈয়্যদ তামীম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামা ইউরোপের সভাপতি মুফতি শাহ সদর উদ্দিন, জমিয়তে উলামা ইউকে’র সিনিয়র সহ সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, সহ সভাপতি মুফতি আবদুল মুনতাকিম, মাওলানা হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি শাহ হিফজুল করিম মাশুক, ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ, সহ সেক্রেটারী মাওলানা মঈনূল হক, আহমদ মাদানী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা মাসুদুল হাসান, প্রচার সম্পাদক মাওলানা আশফাক আহমদ, সহ প্রচার সম্পাদক মাওলানা মুখতার হুসাইন, প্রশিক্ষন সম্পাদক মাওলানা সৈয়দ তালহা আব্দুল¬াহ, সহ ট্রেজারার মাওলানা মনছুর আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা সৈয়দ রিয়াজ আহমদ, অফিস সম্পাদক মাওলানা ফখরুদ্দিন, এম কাউছার হুসাইন, হাফিজ মো: মুশতাক আহমদ প্রমুখ।
সভায় জমিয়ত নেতৃবৃন্দ মুফতি ওয়াক্কাস কে অবিলম্বে নি:শর্ত মুক্তিদানের জন্য জোর দাবি জানান।