ব্রেক্সিট নিয়ে যুক্তরাজ্য মন্ত্রিসভার মতৈক্য
ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে যুক্তরাজ্যের সম্পর্ক কেমন হবে, তা নিয়ে মতৈক্যে পৌঁছেছেন দেশটির মন্ত্রীরা। প্রধানমন্ত্রী থেরেসা মে শুক্রবার এ কথা জানিয়েছেন।
তিনি জানান, ‘সাধারণ শাসন নীতি’র আওতায় যুক্তরাজ্য মন্ত্রিসভা ইইউ ব্লকের সাথে শিল্প ও কৃষি পণ্যের জন্য মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার জন্য একটি পরিকল্পনায় স্বাক্ষর করেছে। তা ছাড়া, যৌথ শুল্কাঞ্চল প্রতিষ্ঠাকেও তারা সমর্থন করেছে। প্রায় ১২ ঘণ্টা বৈঠকের পর এমন পরিকল্পনায় পৌঁছে মন্ত্রিসভা। এ পরিকল্পনায় অনেক টরি ব্রেক্সিট সমর্থক ক্ষুব্ধ হবেন বলে ধারণা করা হচ্ছে।
বৈঠকে প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট সত্তেও ইইউর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার ব্যাপারে জোরারোপ করেন, যা অনেক মন্ত্রীর কাছে বিরাগের কারণ। খবরে বলা হয়, মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, ব্রেক্সিট ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের বর্তমান অবস্থানের বিষয়ে আলোচনা করতে ব্রিটিশ মন্ত্রী পরিষদ সম্মত হয়েছে।