চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি, রাস্তা-ঘাট পানির নিচে
মঙ্গলবার দুপুরে টানা এক ঘণ্টার বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতার কারণে চট্টগ্রামে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। শহরের মুরাদপুর, বহদ্দার হাট, ২নং গেট, ওয়াসা মোড়সহ অনেক এলাকা পানিতে তলিয়ে যায়। এ সময় স্কুল কলেজ ছুটি হলে ছাত্র-ছাত্রীরা বিপাকে পড়ে। ওয়াসা এলাকায় বাওয়া স্কুলের এক অভিভাবক বলেন, বর্ষা কালতো অনেক দূরে। এখনই রাস্তা ঘাটের এই দুরবস্থা। সিটি কর্পোরেশন দ্রুত উদ্যোগ না নিলে অন্যান্য বছরের মত মানুষকে অনেক কষ্ট পোহাতে হবে।