শ্যাডো মিনিস্টার হলেন নাজ শাহ
ব্রিটেনের লেবার দলের প্রধান জেরেমি করবিন ইহুদিবাদী ইসরাইল-বিরোধী একজন এমপিকে ‘শ্যাডো মিনিস্টার’ বা ‘ছায়া মন্ত্রী’ বানিয়েছেন। নাজ শাহ নামের এই এমপিকে ২০১৬ সালে ইসরাইল-বিরোধী বক্তব্য দেয়ার কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
তিন সন্তানের জননী নাজ শাহ একজন মানবাধিকার বিষয়ক আইনজীবী এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান। তার এই নিয়োগের পর ইসরাইলপন্থি গোষ্ঠীগুলো প্রতিক্রিয়া দেখিয়ে এমপিদের বৈঠকে বসার আহবান জানিয়েছে।
২০১৫ সালে নাজ শাহ এমপি নির্বাচিত হওয়ার আগে ফিলিস্তিনি-ইসরাইল সংকট নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি মানচিত্র শেয়ার করেছিলেন যার ক্যাপশনে বলেছিলেন- ইসরাইলকে আমেরিকায় পুনর্বাসিত করলে ইসরাইল-ফিলিস্তিন সংকটের সমাধান হয়ে যাবে।”
তিনি অন্য একটি পোস্টে ইসরাইলের ইহুদিবাদীদেরকে বলেছিলেন, “কখনো ভুলে যাবেন না যে, জার্মানিতে হিটলার যা করেছেন তা ঠিক ছিল।