নার্ভ এজেন্টের উৎস খুঁজে পেয়েছে ব্রিটিশ পুলিশ

scienceইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমে গত সপ্তাহে এক নারী যে নার্ভ এজেন্টের শিকার হয়ে মারা গেছেন, তার উৎস খুঁজে পেয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ পুলিশ। নার্ভ এজেন্টের শিকারের ওই ঘটনায় মৃতের স্বামী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত রোববার ডন স্টারগাস নামের ৪৪ বছর বয়সী ওই নারী মারা যান। মারা যাওয়ার এক সপ্তাহ আগে স্যালিসবারি শহরের কাছাকাছি একটি স্থানে ‘নোভিচক’ নামের ওই নাভর্ এজেন্টের শিকার হন তারা।
এই স্যালিসবারি শহরেই গত মার্চে নার্ভ এজেন্টের শিকার হয়েছিলেন সাবেক রুশ গুপ্তচর সেগের্ই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়া। যুক্তরাজ্য ওই ঘটনার পেছনে জড়িত থাকার দোষ রাশিয়ার ওপর চাপাচ্ছে, যা অস্বীকার করেছে রাশিয়া। এ নিয়ে দুই দেশের সম্পকের্র ব্যাপক অবনতি ঘটেছে।
ব্রিটিশ পুলিশ জানিয়েছে, ‘গত বুধবার আমেসবারিতে চালির্ রওলির বাড়ি তল্লাশি করে একটি ছোট বোতল উদ্ধার করা হয়েছে। ওই বোতলে যে উপাদান পাওয়া গেছে তা নোভিচক।’
স্ক্রিপলদের যে নার্ভ এজেন্ট দিয়ে হামলা করা হয়েছিল, এই বোতলে পাওয়া নার্ভ এজেন্ট একই কিনা, সে বিষয়ে এখন পরীক্ষা চলছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button