মাতৃভূমিতেও বিক্ষোভের মুখে ট্রাম্প
দুই দিনের সফরে স্কটল্যান্ডে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইংল্যান্ডে দুই দিনের সফর শেষে তিনি স্কটল্যান্ড পৌঁছান। ইংল্যান্ডেও তার বিরুদ্ধে প্রায় আড়াই লাখ মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছেন। ট্রাম্পর মা একজন স্কটিশ। ট্রাম্প আয়ারশায়ারের টার্নবেরি গলফ রিসোর্টে সাপ্তাহিক ছুটির দিনটি কাটান। এটাকে ব্যক্তিগত সফর হিসেবেই আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান বিমানটি প্রেস্টইউক বিমানবন্দরে অবতরণ করে। ট্রাম্পের আগমনকে ঘিরে আগে থেকেই গ্লাসগোর জর্জ স্কয়ারে বিক্ষোভকারীরা জড়ো হন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প টার্নবেরি পৌঁছানোর পর পরই ব্যতিক্রমী এক প্রতিবাদের মুখে পড়েন। ‘ট্রাম্পের গড়পড়তা মান অনেক নিচে’ লেখা একটি ব্যানার নিয়ে তার রিসোর্টের পাশেই একজন পাওয়ার প্যারাগ্লিডারকে উড়তে দেখা যায়। ‘দ্য স্কটল্যান্ড ইউনাইটেড অ্যাগেইনস্ট ট্রাম্প’ ব্যানারে প্রায় তিন হাজার বিক্ষোভকারী গ্লাসগো বিক্ষোভে অংশ নেন বলে জানিয়েছিলেন আয়োজকরা। ট্রাম্পর ‘বিভক্তি এবং ঘৃণার রাজনীতি’র বিরুদ্ধে বার্তা দিতে তারা এই বিক্ষোভের আয়োজন করেন। ট্রাম্প প্রায় সময় স্কটল্যান্ড এবং দেশটির জনগণের প্রতি তার ভালোবাসার কথা বলে থাকেন। তিনি অনেকবার স্কটল্যান্ডে এসেছেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম তিনি স্কটল্যান্ডে আসলেন।