‘অসাধারণ সম্পর্ক’ আশা করি: পুতিনকে ট্রাম্প
ফিনল্যান্ডে ট্রাম্প-পুতিন বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষায় রাশিয়ার সঙ্গে ‘অসাধারণ সম্পর্ক’ প্রতিষ্ঠার আশা করেছেন। আজ সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব অল্প সময়ের জন্য গণমাধ্যমের সামনে সাক্ষাৎ করার সময় ট্রাম্প একথা বলেন।
ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে তিনি বলেন, “গুরুত্বপূর্ণ হচ্ছে যে, আলোচনার মতো আমাদের সামনে অনেক বিষয় রয়েছে।” প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তিনি একান্ত বৈঠকে বাণিজ্য থেকে সামরিক এবং ক্ষেপণাস্ত্র থেকে চীন সব বিষয় নিয়েই কথা বলবেন বলে জানান।
সংক্ষিপ্ত আলোচনায় পুতিন বলেন, সময় এসেছে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনার করার।
এর আগে ট্রাম্প মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস-কে বলেছেন, তিনি খুব কম প্রত্যাশা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। এছাড়া, মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন হান্টসম্যান বলেন, “দু নেতা শীর্ষ সম্মেলনে বসছেন না বরং তারা নিতান্তই আলাপে বসছেন। সে ক্ষেত্রে অনেক কিছু এখান থেকে আশা করা হচ্ছে না।”