সিলেটে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা
মানুষের ভালবাসাই আমাকে বিজয়ের মুকুট পরাবে: আরিফ
নৌকা প্রতীকের পক্ষে স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি: কামরান
জনতার ভালবাসা নিয়েই টেবিল ঘড়ি বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে: জুবায়ের
আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন উপলক্ষে উৎসবের আমেজে রয়েছে সিলেট নগরী। জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। নিজেদের ভোট ব্যাংক ভারি করার কাজ চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। কর্মী-সমর্থকদের নিয়ে প্রার্থীদের খণ্ড খণ্ড মিছিল, প্রতীক সংবলিত লিফলেট বিতরণ এবং প্রার্থী-ভোটার কোলাকুলিসহ নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ে মাইকিং চলছে জোরেসোরে। সিসিক নির্বাচনে ৭ মেয়র ও ১৯৬ কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকদের পদচারণায় গোটা নগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে।
সিলেটে আদালত এলাকায় ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ করেছেন বিএনপি’র মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। গতকাল সোমবার দুপুরে আদালত এলাকায় আইনজীবী এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী গণসংযোগ করেন। এসময় আইনজীবীরা বলেন, ‘সিলেট জেলা আইনজীবী সমিতির কল্যাণের জন্য আরিফুল হক চৌধুরী যা করেছেন তা কেউ কোনো দিন ভুলবে না।
গণসংযোগের সময় আরিফুল হক চৌধুরী বলেন, ‘আপনাদের ভালোবাসাই হৃদয়ে সাহসের সৃষ্টি করে। এবং এর মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে প্রেরণা লাভ করি। মানুষের ভালোবাসাই আমাকে বিজয়ের মুকুট পরাবে। অতীতে যেভাবে আপনারা আমার জন্য কাজ করেছেন এবারও সে পরিমাণ কাজ করবেন বলে আমার প্রত্যাশা।’
গণসংযোগের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী এডভোকেট নূরুল হক, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকীব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলার সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান শাবু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেন, এডভোকেট মহসিন আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইকবাল আহমদ, সিলেট জেলা পরিষদের সদস্য এডভোকেট মুজিবুর রহমান, খাদিমপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ডালিম, গোলাপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহানারা বেগম, হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোশাররফ রাশেদ প্রমুখ। এছাড়া গণসংযোগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলার নেতৃবৃন্দসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সিসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান গতকাল সোমবার সকালে নগরীর বন্দরবাজার, লালবাজার গলির মুখ, বারুতখানা, জেলরোড, ধোপাদিঘীরপার, পৌরবিপণী এলাকায় গণসংযোগ করেছেন। এসময় তিনি ব্যবসায়ীসহ স্থানীয় লোকজনের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি সকলের দোয়া ও নৌকা প্রতীকে ভোট চান।
এ সময় বদর উদ্দিন আহমদ কামরান উন্নত সিলেট নগরী গড়তে ৩০ জুলাইর নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সুন্দর, শান্তিপূর্ণ পরিবেশে প্রচারসহ নির্বাচনী সকল কার্যক্রম চলছে। বিশেষ করে নৌকার সমর্থকরা সৌহার্দপূর্ণ পরিবেশে নগরবাসীর কাছে ভোট ও দোয়া চাচ্ছেন। ইতোমধ্যে নৌকার পক্ষে গণজোয়ারও সৃষ্টি হয়েছে। আমরা আশাকরি নির্বাচনে সম্মানিত নাগরিকবৃন্দ নৌকা প্রতীকে তাদের মহামূল্যবান ভোট দেবেন। তিনি বলেন, যেখানেই যাচ্ছি নগরবাসীর কাছ থেকে নৌকা প্রতীকের পক্ষে স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি, তাই বিজয়ের ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের আহহ্বায়ক আলম খান মুক্তি, মহানগর স্বেচ্ছাসেবকলীগ সহসভাপতি রশীদ আহমদ, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, ছাত্রলীগ নেতা বেলাল আহমদ, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী এম.এ মতিন, সাধারণ সম্পাদক রুহুল মালিক ছুটন, সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান খোকন, আরিফ হাসান, গোল হাসান সাজন, এম. ইলিয়াছ দিনার, আব্দুল কাইয়ুম মুগনী, শেখ মুখলেছুর রহমান, কামাল আহমদ, কয়েছ আহমদ, আব্দুর রহমান, হাফিজুর রহমান, নাইম, সানি, সঞ্জয়, ফরিদ হাসান প্রমুখ।
সিসিক নির্বাচনে সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সিলেট নগরীর মানুষের ভালবাসায় টেবিল ঘড়ি বিজয়ের লক্ষ্যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। মানুষের অকৃত্রিম ভালবাসা ও দোয়া আমাদের পথ চলাকে শানিত করছে। নগরীকে শান্তির নগরীতে পরিণত করতে সিলেটবাসী ঘড়ি মার্কার সমর্থনে ঐক্যবদ্ধ রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় টেবিল ঘড়ির বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
তিনি গতকাল সোমবার দিনভর শেখঘাট বনকলাপাড়া, ঘাসিটুলা সহ নগরীর বিভিন্ন স্থানে পৃথক মতবিনিময় ও গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন। এসময় নাগরিক ফোরামের নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি মোঃ শাহজাহান আলী, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতী আলী হায়দার, শ্রমিক নেতা উবায়দুল হক শাহীন ও ছাত্রনেতা আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।