‘ইহুদি জাতি রাষ্ট্র’ আইনের অনুমোদন ইসরাইলের
ইসরাইলকে কেবল ইহুদিদের রাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করতে আনা বিতকির্ত একটি বিল পাস করে সেটিকে আইনে পরিণত করেছে দেশটির পার্লােমেন্ট। ‘ইহুদি জাতি রাষ্ট্র’ শীষর্ক এ বিলটিতে রাষ্ট্রভাষার তালিকায় থাকা আরবির মযার্দা কমানো এবং জাতীয় স্বার্থের ইহুদিদের বসতি স্থাপনের পরিমাণ বাড়ানোর কথা বলা হয়েছে। বিলে ‘সম্পূর্ণ ও একত্রিত’ জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।
ইসরাইলের আরব এমপিরা আইনটির বিরোধিতা করলেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিল অনুমোদনের ঘটনার প্রশংসা করে একে ‘বাকবদলের মুহূর্ত’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন।
নেতানিয়াহু নেতৃত্বাধীন ডানপন্থি সরকার সমর্থিত বিলটিতে ইসরাইলকে ‘ইহুদিদের ঐতিহাসিক জন্মভূমি’ হিসেবে অভিহিত করা হয়েছে। বলা হয়েছে, ইহুদিরা ইসরাইলের জাতিগত আত্মনিয়ন্ত্রণের ক্ষেত্রেও বিশেষ অধিকার রাখেন।
আট ঘণ্টারও বেশি সময় ধরে চলা ঝড়ো অধিবেশনের পর ইসরাইলি পার্লােমেন্ট ‘নেসেটে’ বিলটি ৬২-৫৫ ভোটে অনুমোদিত হয়। প্রেসিডেন্ট ও অ্যাটর্নি জেনারেলের আপত্তিতে বিলটির প্রাথমিক খসড়া থেকে বেশ কয়েকটি ধারা বাদ দেয়া হয়েছে।