সৌদীতে চালু হলো রোবটচালিত ফার্মেসি
সৌদি আরবে প্রথমবারের মতো চালু হলো স্মার্ট ফার্মেসি। তাবুকের কিং ফাহদ স্পেশালিস্ট হসপিটালে এই ফার্মেসি চালু করেছেন গভর্নর প্রিন্স ফাদহ বিন সুলতান। চমকপ্রদ বিষয় হলো, গোটা ফার্মেসি পরিচালনা করবে একটি রোবট। প্রদেশের হেলথ অ্যাফেয়ার্সের মহাপরিচালক ঘুরমাল্লাহ বিন আবদুল্লাহ আল-ঘামদির সঙ্গে আলোচনার পরই গত বৃহস্পতিবার এই ফার্মেসি উদ্বোধন করা হয়।
রোবটচালিত এই স্মার্ট ফার্মেসি ঘণ্টায় দেড় হাজার প্যাকেট ওষুধপত্র সরবরাহ করতে পারবে বলে জানানো হয়েছে। এখানেই শেষ নয়, ফার্মেসির স্টোরে ২০ হাজার ওষুধ মজুদকরণ, মেয়াদোত্তীর্ণ ওষুধ সরিয়ে ফেলা এবং ঘণ্টায় ২৪০টি প্রেসক্রিপশনের ওষুধ দেখে তা সরবরাহ করতে পারবে রোবট। এতে করে কর্মী এবং রোগীদের অনেক সময় বেঁচে যাবে। ওষুধের মজুদ এবং গুণগত মান ধরে রাখার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া সম্ভব হবে।