সিলেটে সিপিবির ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে শেষ হলো
সিপিবি-বাসদের সমাবেশ তছনছ ও মুজাহিদুল ইসলাম সেলিমের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সোমবার সিলেট নগরীতে বাম দলগুলোর আধবেলা হরতাল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।হরতাল চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ। সিপিবি – বাসদ নেতাকর্মীরা সকাল সাড়ে ৬টা থেকেই নগরীর কোর্ট পয়েন্টে অবস্থান নেয়। বন্দরবাজার ও কিনব্রিজ এলাকায় বিক্ষিপ্ত পিকেটিং করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিপিবি-বাসদ কর্মীরা সকাল সাড়ে ৮টায় নগরীর জিন্দাবাজার থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত হরতালের সমর্থনে মিছিল করেন। মিছিলের আগে জিন্দাবাজারে একটি সমাবেশও করেন তারা।বাম নেতারা এ সময় ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।হরতালে নগরীতে রিকশা ও অটোরিকশা চললেও ভারী যানবাহন বন্ধ ছিল। প্রধান সড়কগুলোতে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ ছিল।নগরবাসীর নিরাপত্তায় শহরের সবগুলো পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও র্যাকবের টহল ছিল।রোববার বিকালে নগরীর কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের জনসভা চলাকালে ছাত্রলীগকর্মীরা সেখানে হামলা চালায়। এতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হন।ওই হামলার পর তাৎক্ষণিকভাবে সোমবার সিলেটে এই হরতালের ডাক দেয় সিপিবি ও বাসদ।হামলার ঘটনায় ছাত্রলীগ সিলেট জেলা শাখা কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।এদিকে এ হামলার ঘটনায় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নীপুসহ ৬৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।