সিরিয়া যুদ্ধে বিধ্বস্ত মসজিদ সংস্কার করছে তুরস্ক
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ১০৮টি মসজিদ পুনরোদ্ধার ও মেরামত করেছে একটি তুর্কি প্রতিষ্ঠান। কুর্দিপন্থী মিলিশিয়াদের হামলায় এসব মসজিদ ক্ষতিগ্রস্থ হয়েছিলো।
তুর্কি সরকারের ধর্ম বিষয়ক দফতরের সাথে সংশ্লিষ্ট ওই প্রতিষ্ঠানটির পরিকল্পনায় রয়েছে অন্তত ১৬০টি বিধ্বস্ত মসজিদকে আবারো নামাজের উপযোগী করে তোলা। প্রতিষ্ঠানটির নাম দ্য টার্কিশ দিয়ানেট ফাউন্ডেশন (টিডিভি)।
গত বছর সিরিয়ার উত্তরাঞ্চলীয় বেশ কিছু এলাকায় কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে অভিযান চালায় তুরস্কের সেনাবাহিনী। জারাবলুস, আল-রাই, আল-বাব আজাজসহ বেশ কিছু এলাকা থেকে কুর্দিদের বিতাড়িত করে তুর্কি বাহিনী। কুর্দিমুক্ত হওয়ার পর এলাকাটির মসজিদগুলোতে সংস্কার কার্যক্রম হাতে নেয় টিডিভি। সিরিয়ার আজাজ এলাকার ধর্মীয় নেতা আহমেদ ইয়াসিন বার্তা সংস্থাকে বলেন, আমরা খুবই খুশি যে, তুরস্ক আমাদের মসজিদগুলোর দিকে মনযোগ দিয়েছে। তারা এগুলো সংস্কার করে আবার নামাজের উপযোগী করে তুলেছে।