সিলেটে ভোট বাতিলের দাবি আরিফের
অনিয়মের ভোট বাতিল করে পুননির্বাচন চেয়েছেন সিলেটে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। সোমবার দুপুরে মাছিমপুরস্থ নির্বাচন অফিসে সিটি নির্বাচনের রির্টানিং অফিসারের কাছে তিনি এ দাবি জানান। এসময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী অভিযোগ করেছেন, ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নগরীর আম্বরখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্দনটুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, এমসি কলেজ কেন্দ্র, হাতিম আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, খাসদবির কেন্দ্রসহ নগরীর বেশিরভাগ কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল দিয়েছে।
তারা প্রার্থীদের এজেন্টদের তাড়িয়ে দিয়ে প্রিসাইডিং অফিসারের সহযোগিতায় ভোট জালিয়াতি করছেন। আইনশৃঙ্খলাবাহিনীসহ সকলের সামনেই এমন ঘটনা ঘটছে। কিন্তু কেউ কোন অ্যাকশন নিচ্ছেনা। এমন নির্বাচন অবিলম্বে বাতিল করার দাবি জানান তিনি।
এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কিনা বা নির্বাচন বর্জন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন- আমি নির্বাচনের শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করবো। সরে দাঁড়াবো না।