রিকশায় চড়ে ভোটকেন্দ্রে গেলেন অর্থমন্ত্রী
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ১৫নং ওয়ার্ডের ভোটার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নগরীর দুর্গাকুমার পাঠশালায় ভোট প্রদান করেছেন। আজ সকাল ১০টা ৪৫মিনিটের দিকে তিনি রিকশায় চড়ে ভোটকেন্দ্রে আসেন। এরপর ১০টা ৫৫ মিনিটের দিকে তিনি ভোট প্রদান করেন।
সকাল ৮টা থেকে সিলেট সিটি নির্বাচনের টানা ভোটগ্রহণ চলছে। ১৩৪টি কেন্দ্রের ৯২৬টি কক্ষে ভোটগ্রহণ হচ্ছে। এবারের নির্বাচনে ৬ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া কাউন্সিলর পদে ১২৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট দেয়ার পর সাংবাদিকদের সাথে আলাপ করেন তিনি।