অবশেষে জামানত হারাতে হলো ৪ মেয়র প্রার্থীর
বেশ রাখঢাক করে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আসলেও জামানত বাতিল হওয়া ঠেকাতে পারলেন না জামায়াত সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সেই সাথে আরো তিন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন। জামানত হারানো বাকী ৩ জন হলেন- ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতিকের ডা. মোয়াজ্জেম হোসেন খান, সিপিবি-বাসদের মই প্রতীকের মো: আবু জাফর ও স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এবার মোট ভোটার ছিলেন ৩ লক্ষ ২১ হাজার ৭৩২ জন এবং নির্বাচনে ভোট পড়েছে ১ লক্ষ ৯১ হাজার ২৮৯ টি। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মোট কাস্টিং ভোটের ৮ ভাগের কম ভোট পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার নিয়ম রয়েছে। সেই হিসেব অনুযায়ী জামানত বাঁচাতে হলে ২৩ হাজারের বেশি ভোট পাওয়ার কথা। কিন্তু নির্বাচনে জামায়াত সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন ১০৯৪৫ ভোট। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ডা. মোয়াজ্জেম হোসেন খান পেয়েছেন ২১৯৫ ভোট, সিপিবি-বাসদের মো. আবু জাফর পেয়েছেন ৯০০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের পেয়েছেন ২৯২ ভোট। যা মোট ভোটের ৮ ভাগের অনেক কম। ফলে জামানত হারাতে হলো তাদের।