বাংলাদেশে ব্রিটিশ নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা
বাংলাদেশে থাকা নিজ দেশের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে ব্রিটেন। দেশটির ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস ‘বাংলাদেশ ট্রাভেল এডভাইস’ শিরোনামে ১লা আগস্ট ওই বার্তাটি প্রচার করে।
সেখানে বলা হয়- ২৯শে জুলাই ঢাকায় বাসের চাপায় দু’জন শিক্ষার্থী নিহত হয়েছেন। ওই ঘটনার পর থেকে পুরো ঢাকাজুড়ে শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে প্রতিবাদ-বিক্ষোভ করছে। সেই সব প্রতিবাদ-বিক্ষোভ কিছু কিছু ক্ষেত্রে ভাংচুরে রূপ নিচ্ছে। এ অবস্থায় আপনাদের অর্থাৎ ব্রিটিশ নাগরিকদের উচিত অত্যন্ত সতর্ক থাকা।
বড় বড় জন-সমাবেশ, রাজনৈতিক দলের অফিস এবং মিছিলগুলো এড়িয়ে চলা এবং নিরাপদ দুরত্বে অবস্থান করা।