সাংবাদিক আব্দুল মুনিম ক্যারলের মেয়ের বিয়েতে কমিউনিটির সরব উপস্থিতি
এম আব্বাছ উজ জামান: বিলেতের বাঙ্গালী কমিউনিটির অত্যন্ত পরিচিত কমিউনিটি নেতা ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মাদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও আবিদা লাকি দম্পতির মেয়ে মুনিমা রাফার শুভ বিবাহ উত্তর প্রীতি ভোজ ও ওয়ালিমা গত ৩রা আগস্ট শুক্রবার সন্ধ্যায় ফেয়ারলপ ওয়াটার কাউন্ট্রি পার্কের দি লেক ভিউ মার্কীতে হাজার দেড়েক শুভাকাঙ্খীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত বুধবার লন্ডন মুসলিম সেন্টারে ইস্ট লন্ডনে বসবাসকারী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মোহাম্মাদ আব্দুল মুনিম জাহেদী ক্যারলের মেয়ের সাথে মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ মিজান আহমদের বিয়ে পাঁচ শতাধিক অতিথির উপস্থিতিতে সম্পন্ন হয়।
নিকা অনুষ্টান পরিচালনা করেন ইস্ট লন্ডন মসজিদের খতিব শেখ আব্দুল কাইয়ুম, আরও উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান হাবিবুর রহমান, সেক্রেটারি আয়ুব খান, ট্রেজারার মোহাম্মদ আব্দুল মালিক, শেখ শফিউর রহমান, ড: আব্দুল হাই মুর্শেদ, মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের সেক্রেটারি হারুন রশিদ খান, সাবেক সেক্রেটারি জেনারেল ড: মোহাম্মদ আব্দুল বারী, নিউহাম কাউন্সিলের ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমেদ, ব্যারিস্টার নজরুল ইসলাম, ব্যারিস্টার শাহ মিসবাউর রহমান, সাবেক প্রেসিডেন্টের এডভাইজার মোখলিসুর রহমান, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা আব্দুল কাদের সালেহ, মাওলানা সাদিকুর রহমান, সাংবাদিক সিবুজ্জামান কামাল, মুসলিম কমুনিটির এসোসিয়েশন, দাওয়াতুল ইসলাম ইউ কে এন্ড আয়ারল্যান্ড, ইয়ং মুসলিম অর্গানাইজেশন ইউ কে, পাগল ডট কমের কেন্দ্রীয় সদস্যবৃন্দ, গোলাপগঞ্জ কমুনিটি ট্রাস্ট ইউ কের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইসলামিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্তিথ ছিলেন।
ওয়ালিমা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, নিউহাম কাউন্সিলের ডেপুটি স্পীকার ব্যারিস্টার নজির আহমদ, চ্যানেল এস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল, লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, বিবিসিসিআই এর সাবেক সভাপতি শাহগীর বখত ফারুক, টাওয়ার হ্যামলেটস্ ট্রান্সপোর্ট ম্যানেজার আমান্দা অজবর্ন, সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, সুইডেন জালাবাদ এসোসিয়েশনের প্রেসিডেন্ট খালেদ চৌধুরী, সদস্য আনোয়ার চৌধুরী, সাপ্তাহিক বাংলাপোস্ট সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী, সপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, সপ্তাহিক জনমতের সহ সম্পাদক মুসলেহ উদ্দিন আহমদ, বেতার বাংলার ডাইরেক্টর সাংবাদিক মোশতাক আলী বাবুল, সাপ্তাহিক সুরমার নিউজ এডিটর আব্দুল কাইয়ুম, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক সভাপতি মুহিবুর রহমান, নাট্যকার স্বাধীন খসরু, সাংবাদিক মেসবাহ জামাল, বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ওয়ানবাংলার নিউজ সম্পাদক সম্পাদক জাকির হোসেন কয়েস, বার্তা সম্পাদক এম আব্বাছ উজ জামান, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিল, সাংবাদিক আব্দুল মান্নান খান, শীর্ষবিন্দু সম্পাদক সুমন আহমেদ, সাংবাদিক আমিমুল এহসান তানিম, সংহতি সাহিত্য সংঘ সভাপতি ফারুক আহমেদ রনি, সেক্রেটারি আবু তাহের, ফুলবাড়ী ইউনিয়ন সোসাইটি ইউ কের আহবায়ক এমদাদ হোসাইন টিপু, গোলাপগঞ্জ ট্রাস্ট এর আহবায়ক আনোয়ার শাহজাহান, সাউন টেক্সট ক্যারেম ক্লাবের সেক্রেটারি আব্দুর রহমান খান সুজা, আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান সায়েদ, আফসর খান সাদেক, আমিনুল হক জিল্লু, ডিএম হাইস্কুল প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নাহিন হালিম মাহমুদ, সাবেক কাউন্সিলার মামুনুর রশীদ, কমিউনিটি নেতা আশিক চৌধুরী, কনের পিতার স্কুল বন্ধু খালেদ চৌধুরী, ফরহাদ আহমেদ, রেজাউল করিম, মকসুদ হোসাইন তারেক, জাহেদ হোসাইন, এনামুল হক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, বন্ধু বান্ধব, আতহাড়িয়া স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রী পূর্ণ মিলনীর আহবায়ক জিল্লুল করিম চোধুরী ও প্রাক্তন ছাত্রবৃন্দ, হেতিমগঞ্জ ফুরামের সভাপতি আব্দুর রহমান সুজা, সেক্রেটারি সুহেব আহমেদ ছাত্রবৃন্দ, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের মেম্বারগণ, এবং আমেরিকা, সুইডেন, ফ্রান্স, ইজিপ্ট সহ গ্রেট ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আত্নীয় স্বজন সহ প্রায় দেড় হাজার অতিথি উপস্থিত হয়ে “মিজান-রাফা” দম্পতিকে শুভেচ্ছা ও আশির্বাদ জানান।