যুক্তরাষ্ট্রের নৌ দপ্তরে সন্ত্রাসী হামলা : নিহত ৪
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদর দপ্তরে সন্ত্রাসীরা অতর্কিত বন্দুক হামলা চালিয়েছে। এতে ঘটনাস্থলে চারজন নিহত এবং আটজন গুরুতর আহত হয়েছে। সোমবার সকালে এ হামলার ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হামলায় ৩ বন্দুকধারী অংশগ্রহণ করে। যাদের মধ্যে একজন সেনাবাহিনীর সদস্য বলে মনে হয়েছে।
আল-জাজিরা সাংবাদিক কিম্বারলি হেলকেট জানান, ঘটনার পরপরই সেখানে ব্যাপকসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। নৌবাহিনীর ভবনের উপরে দুটি হেলিকপ্টার টহল দিচ্ছে। এছাড়া ওই এলাকার আশপাশের সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।
দেশটির নৌবাহিনী সঠিক করে বলতে পারছে না এ হামলার পিছনে কি কারণ থাকতে পারে। তবে তারা বলছে, হামলায় ব্যাপকসংখ্যক লোক আহত হয়েছে। ওই এলাকার লোকদের তাদের বাসার ভিতর অবস্থান করতে বলা হয়েছে।
সূত্র আরো জানায়, সকাল সাড়ে ৮টা ২০ মিনিটে নৌবাহিনীর দপ্তরের ন্যাবাল সি সিস্টেমস কমান্ডে তিনটি গুলির শব্দ শোনা যায়। এ দপ্তরে প্রায় তিন হাজার লোক কাজ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা ভবনটির আশপাশে পুলিশকে রাইফেলসহ দৌড়াতে দেখেছে। তাদের ধারণা হামলাকারীরা এখনো ভবনের ভিতরেই আছে।
এদিকে যুক্তরাষ্ট্র প্রশাসন জানিয়েছে, নৌসদর দপ্তরে এ অনাকাঙ্ক্ষিত হামলার বিষয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা সিনিয়র নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন।