ধর্মঘটে রায়ান এয়ারের পাইলটরা
পাইলটরা ধর্মঘটে যাওয়ায় আয়ারল্যান্ড ভিত্তিক বিমানসংস্থা রায়ান এয়ারের প্রায় ৪০০টি ফ্লাইট বাতিল হয়েছে। কম খরচে যাতায়াতের জন্য বিশ্বখ্যাতি আছে রায়ান এয়ারের। এ ধর্মঘট প্রতিষ্ঠানটির স্বল্প খরচের ব্যবসায়িক মডেলের ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বেলজিয়াম, জার্মানি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও সুইডেনে রায়ান এয়ারের পাইলটরা শুক্রবার ২৪ ঘন্টার ধর্মঘট পালন করছেন।
রায়ান এয়ারের প্রতিষ্ঠার প্রায় ৩০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় এ ঝামেলা বেঁধেছে মূলত শ্রমিকদের বেতন ও শ্রম চুক্তি নিয়ে।