ঢাকা ও চট্টগ্রামে শিবিরের মিছিল, পুলিশের গুলি, সংঘর্ষ
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আপিল বিভাগের ঘোষিত ফাঁসির রায় প্রত্যাখ্যান করে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয় নগর পানির ট্যাঙ্ক এলাকায় শিবির মিছিল বের করলে পুলিশ তাদের ওপর গুলি ছোড়ে। এসয় পুলিশের সাথে মিছিলকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কয়েকটি গাড়ী ভাংচুর করা হয়। এদিকে আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে রায় ঘোষণার পর চট্টগ্রাম নগরীর জুবিলী রোডে মিছিল করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। এসময় পুলিশ ও মিছিলকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হন এবং পুলিশ কয়েকজনকে আটক করে। সংঘর্ষ চলাকালীন দুটি গাড়ীতে আগুন দেয়া হয়। এর মধ্যে পুলিশের একটি গাড়ী রয়েছে।