৫ বছর বয়স থেকেই স্বেচ্ছায় হিজাব পরিধান করি
ব্রিটেনের জনপ্রিয় অনলাইন রেডিও এলবিসি’র একটি অনুষ্ঠানে এর সঞ্চালক ইয়ান পাইনকে ৯ বছর বয়সী এক মেয়ে শিশু জানায় সে ৫ বছর বয়স থেকে হিজাব পরিধান শুরু করেছে। ইয়াসমিন নামের ওই মেয়েটি আরো জানায়, তার সমবয়সীদের মধ্যে সে-ই একমাত্র মেয়ে যে ধর্মীয় পোশাক পরিধান করে এবং দৃঢ়তার সঙ্গে স্বীকৃতি দিয়ে বলে যে এটা সে তার নিজের পছন্দ অনুযায়ী পরিধান করে।
মেয়েটি ইয়ান পাইনকে জানায়, যখন তার বয়স মাত্র ৫ বছর তখন থেকেই সে হিজাব পরিধান করতে চেষ্টা করত এবং সে তখন থেকেই এটি পছন্দ করে।
মেয়েটির বাবা ইউসুফ এ বিষয়ে বলেন, তিনি তাকে কখনোই হিজাব পরিধান করার ব্যাপারে জোর করেননি। তবে তিনি বলেন, আল্লাহ কুরআনে হিজাব পরিধান করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমি তার জন্য খুবই গর্বিত। সবকিছুই চলমান শিক্ষার ফসল-তিনি এমনটি জানান।