ইতালিতে সেতু ধসে নিহত ৩৫
ইতালির বন্দর নগরী জেনোয়ায় একটি সেতু ধসে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। সেতুর প্রায় ১০০ মিটার অংশ ধসে পড়ার পর বহু গাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। ১৯৬০ সালে নির্মিত এ সেতুটি ২০১৬ সাল থেকে পুনর্নির্মাণের কাজ চলছিল।
পুলিশ জানিয়েছে, সেতুটি ধসে পড়ার কারণে সেখানকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। নিহত হওয়ার খবর প্রকাশের পর এ দুর্ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে টুইটারে একটি পোস্ট দিয়েছেন ইতালির যোগাযোগমন্ত্রী দানিলো তোনিনেল্লি।
স্থানীয় সংবাদমাধ্যম নিহতের সংখ্যা আরও বেশি বলে উল্লেখ করেছে। ফায়ার ব্রিগেড জানায়, স্থানীয় সময় মঙ্গলবার আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে সেতুটির একটি অংশ ধসে পড়ে। এ সময় সেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় ব্রিজের ওপর আট থেকে নয়টি গাড়ি ছিল।