গৃহহীনদের জন্য ১০ কোটি পাউন্ড বরাদ্দ
আগামী দশকের মধ্যে ইংল্যান্ডে রাস্তার পাশে ঘুমানো মানুষ না রাখার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটিতে সম্প্রতি গৃহহীন মানুষের সংখ্যা বেড়ে যাওয়া ঠেকাতে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। ১০ বছর মেয়াদি পরিকল্পনায় ২০২৭ সালের মধ্যে যুক্তরাজ্যের সব গৃহহীন মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এজন্য আগামী দুই বছরের জন্য ১০ কোটি পাউন্ড বরাদ্দ করার জন্যও কৌশলপত্রে উল্লেখ করা হয়েছে। সোমবার প্রকাশিত কৌশলপত্রে ব্রিটিশ গৃহায়ণমন্ত্রী জেমস ব্রোকেনশায়ার গৃহহীনদের ‘মানবিক অবক্ষয়’কে ‘অগ্রহণযোগ্য’ অ্যাখ্যা দেন।