বুধবার থেকে জামায়াতের ৪৮ ঘণ্টার হরতাল
কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়কে ‘ন্যায়বিচারের পরিপন্থী’ দাবি করে বুধবার থেকে সারা দেশে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। রায় ঘোষণার চার ঘণ্টার মাথায় দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।
মঙ্গলবার বেলা দেড়টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের পক্ষ থেকে বলা হয়, ‘জামায়াত নেতাদের হত্যার সরকারি ষড়যন্ত্র, সরকারের জুলুম, নির্যাতন, নিপীড়ন ও ইসলাম উত্খাতের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাসহ শীর্ষ নেতাদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে’ বুধ ও বৃহস্পতিবার এই হরতাল ডাকা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘একটি প্রতিষ্ঠান হিসেবে দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু এটি একটি ভুল রায়। আমরা এ রায়ে সংক্ষুব্ধ ও বিস্মিত। আমরা মনে করি, এ রায় ন্যায়বিচারের পরিপন্থী।’