২১ আগস্ট হামলায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকাল ১০টায় একটু পর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কার্যালয়ে অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।
এসময় এক মিনিট নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, শরিক দলের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তখনকার বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও মরহুম প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।