তুরস্ককে কোনো ছাড় নয়: হুঁশিয়ারি ট্রাম্পের
তুরস্ককে কোন ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন তিনি।
ট্রাম্প বলেন, ‘তুরস্কের এক নাগরিকের মুক্তির ব্যাপারে আমি ইসরায়েলকে রাজি করিয়েছিলাম। তাই ভেবেছিলাম যাজক অ্যান্ড্রু ব্রুনসেনকেও তুরস্ক মুক্তি দেবে। কিন্তু তারা সেটি করছে না।’
‘তুরস্ক বড় ধরনের ভুল করছে, তাদের কোন ছাড় নয়’, বলেন ট্রাম্প।
তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার দায়ে ২ বছর জেল খাটার পর বর্তমানে দেশটিতে গৃহবন্দী হয়ে আছে মার্কিন যাজক অ্যান্ড্রু ব্রুনসেন। তাকে মুক্তি দেয়ার দাবিতে তুরস্কের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি তুরস্ক। বর্তমানে সেখানে ঈদুল আযহার ছুটি চলছে।