বেইলআউট থেকে বেরিয়ে এল গ্রিস

ঋণ সংকট জর্জরিত গ্রিস দেউলিয়া হওয়া থেকে বাঁচতে ইউরোভুক্ত দেশগুলো থেকে যে জরুরি ঋণ প্রকল্পের অংশ হিসেবে ৬ হাজার ১৯০ কোটি ইউরো গ্রহণ করেছিল তা শেষ পর্যন্ত শোধ করতে সক্ষম হয়েছে।
ইউরোপিয়ান স্ট্যাবিলিটি মেকানিজম (ইএসএম) এর গভর্নর বোর্ডের চেয়ারম্যান মারিও সেনটেনো এক বিবৃতিতে বলেছেন, ২০১০ সালের পর এই প্রথম গ্রিস নিজের পায়ে দাঁড়াতে পারছে। তাদের জন্য আর কোনো অর্থনীতি পুনরুদ্ধার তহবিলের প্রয়োজন নেই।
২০১০ সালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বেইলআউটের জন্য গ্রিস সরকারকে ব্যয়সঙ্কোচনে কঠোর কৃচ্ছ্র পদক্ষেপ নেওয়ার শর্ত দিয়েছিল। তখন চরম ব্যয়সঙ্কোচনের বিরুদ্ধে দেশটির জনগণ ধর্মঘট করেছিল।

তবে জনগণ অপছন্দ করলেও চরম ব্যয়সঙ্কোচনের মাধ্যমে গত আট বছরের মধ্যে এই প্রথম গ্রিস বাজারে প্রচলিত সুদে ঋণ গ্রহণের যোগ্যতা অর্জন করতে পেরেছে। ২০০৮ সালে বিশ্বমন্দা চরম আকার ধারণ করলে গ্রিসে তার মারাত্মক প্রভাব পড়েছিল। -বাসস

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button