ইউরোপে নিষিদ্ধ হতে যাচ্ছে হ্যালোজেন বাল্ব

ইউরোপের শহরগুলোকে প্রায় ৬০ বছর ধরে আলো ঝলমলে করে রাখা হ্যালোজেন বাল্ব এবার গোটা ইউরোপজুড়েই নিষিদ্ধ হতে চলেছে ১ সেপ্টেম্বর থেকে।

ধীরে ধীরে কমে আসবে হ্যালোজেনের আলো। বাল্বগুলোর অবশিষ্ট মজুদও বিক্রি করে দেওয়া হতে পারে। কেবল থেকে যাবে ওভেনে ব্যবহৃত বাল্বগুলো।

হ্যালোজেনের পরিবর্তে দুই টিউব বিশিষ্ট লাইট বা এলইডি’র ব্যবহার এরই মধ্যে ইউরোপজুড়ে শুরু হয়ে গেছে। এ বাল্ব ব্যবহারে বিদ্যুৎ খরচ যেমন কমবে তেমনি কার্বন নির্গমণও কমবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এলইডি তে হ্যালোজেন বাল্বের তুলনায় ৫ গুণ কম বিদ্যুৎশক্তি লাগে। এলইডি ব্যবহারে বছরে ১ কোটি ৫০ লাখ টনের বেশি কার্বন নির্গমণ রোধ করা সম্ভব হবে।

ফিলিপস বাল্ব নির্মাতা প্রতিষ্ঠানের হিসাবমতে, এলইডি ব্যবহারে ভোক্তাদের বছরে ১১২ পাউন্ড খরচ বাঁচবে। কারণ, এটি হ্যালোজেন বাল্বের চেয়ে টিকেও বেশিদিন আর বিদ্যুৎও কম লাগে।

ইউরোপের দেশগুলোতে এখন হ্যালোজেন বাল্বের দাম এলইডি’র চেয়ে কম। কিন্তু সস্তা বলে এ বাল্ব কেনা বোকামি বলেই ‘দ্য গার্ডিয়ান’ প্রত্রিকায় মন্তব্য করেছেন এনার্জি সেভিংস ট্রাস্ট প্রোডাক্ট এর ম্যানেজার স্টুয়ার্ট মুর।

তিনি বলেন, “হ্যালোজেন কিনতে হয়ত খরচ কম পড়বে। কিন্তু সেটি ব্যবহারে যে বিদ্যুৎ খরচ হবে তা অনেক বেশি ব্যয়বহুল হবে।”

হ্যালোজেন বাল্ব গড়ে দু’বছর টিকে। সেখানে এলইডি টিকবে ১৫ থেকে ২০ বছর।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button