আমাকে সরালে ধ্বংস হবে অর্থনীতি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাকে অভিশংসন করা হলে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নামবে, ধ্বংস হবে অর্থনীতি। ফক্স এন্ড ফ্রেন্ড নামে একটি টিভি অনুষ্ঠানকে দেয়া এক সাক্ষাতকারে এসব বলেন তিনি।
ট্রাম্প বলেন, আমাকে প্রেসিডেন্ট পদ থেকে সরানোর পরিণতি আপনারা ভাবতেই পারবেন না। মার্কিন অর্থনীতির অনেক ক্ষতি হয়ে যাবে। অনেক মানুষ গরীব হয়ে পড়বে।
‘যে ব্যক্তি দেশের জন্য এত ভাল কাজ করেছেন তাকে সরানোর কথা আপনারা বলেন কিভাবে?’, প্রশ্ন ট্রাম্পের।
সম্প্রতি যৌন সম্পর্ক গোপন রাখতে ট্রাম্পের নির্দেশেই তার দুই বান্ধবীকে টাকা দেয়ার কথা স্বীকার করেন ট্রাম্পের সাবেক আইনজীবী ফ্রেডরিক কোহেন। যা যুক্তরাষ্ট্রের নির্বাচনী আইনের লঙ্ঘন।
তবে ট্রাম্পের দাবি, কোহেনের কাজে যুক্তরাষ্ট্রের নির্বাচনী আইন ভঙ্গ হয়নি। এর আগে ঘটনাটি সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেছিলেন ট্রাম্প।