ইসরাইলের স্বার্থ রক্ষায় ইরানে হামলা হবে : ওবামা
ইরানে হামলার জন্য মার্কিন বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, সিরিয়ায় সামরিক হামলা থেকে সরে এলেও ইরানের পরমাণু কর্মসূচির জন্য আমেরিকা হামলা চালাতে প্রস্তুত রয়েছে।
ওবামা বলেন, “ইরানি জনগণকে বুঝতে হবে যে, সিরিয়ার রাসায়নিক অস্ত্রের ইস্যুর চেয়ে ইরানের পরমাণু ইস্যুটি অনেক বড় এবং পরমাণু শক্তিধর ইরান হচ্ছে ইসরাইলের জন্য অনেক বেশি হুমকি আর ইসরাইল হচ্ছে আমাদের স্বার্থের প্রাণকেন্দ্র।”
রোববার এবিসি রেডিওতে দেওয়া ওবামার এই সাক্ষাতকারটি সরাসরি সম্প্রচার হয়।
ওবামা ইরানকে সাবধান করে দিয়ে বলেন, ইরানের জনগণের বোঝা উচিত, আমরা সিরিয়ায় হামলা করিনি এর মানে এই নয় যে, ইরানে হামলা করব না।