এক সাথে কুরআন হেফজ সম্পন্ন করলেন যমজ ৪ বোন

ইসরাইলি আগ্রাসনের শিকার যুদ্ধ বিধ্বস্ত দেশ ফিলিস্তিন। জীবন বাঁচানোর সংগ্রামেই যাদের দিন-রাত অতিবাহিত হয়।

যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের যময ৪ বোন জীবন সংগ্রামের সঙ্গে সঙ্গে কুরআন হেফজের সংগ্রামেও জয়ী হয়েছেন।

এক সঙ্গে জন্মলাভকারী ফিলিস্তিনি এ ৪ বোন এক সঙ্গেই পবিত্র কুরআনুল কারিম হেফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছেন।

ফিলিস্তিনের অধিবাসী দীনা, দীমা, সুজান এবং রাজান শানিতী নামে যময এ ৪ বোন সম্পূর্ণ কুরআন হেফজ করে অনন্য কৃতিত্বের সাক্ষর রেখেছেন। তারা ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় জেরুজালেমের ‘উম্মুল তুবা’গ্রামে বসবাস করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button