৪৫ দিনের মধ্যে রায় কার্যকর : হানিফ
জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় ৪৫ দিনের মধ্যে কার্যকর করা সম্ভব হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। মঙ্গলবার রায় ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘এ রায়ের সংক্ষুব্ধ পক্ষ ৩০ দিনের মধ্য রিভিউ পিটিশন করার সুযোগ পাবে। এর মধ্যে তাদের পিটিশন নিষ্পত্তির পর রায় কার্যকর করা সম্ভব হবে।’
তিনি বলেন, কাদের মোল্লার রায়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় হয়েছে। এর মাধ্যমে আবারও প্রমাণিত হল জামায়াত যুদ্ধাপরাধীদের সংগঠন।
হানিফ বলেন, বর্তমান সরকারের সময়ের মধ্যেই যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করা সম্ভব হবে। এক প্রশ্নের জাবাবে তিনি বলেন, ‘আইনের ফাঁক ফোকর দিয়ে কাদের মোল্লার আর মুক্তি পাওয়ার সুযোগ নেই।