সৌদি কবি হেজাব বিন নাহীত ইন্তেকাল করেছেন

সোহেল আহম্মেদ: সৌদি আরবের বিখ্যাত কবি হেজাব বিন নাহীত গত রোববার রিয়াদে (২৬ আগস্ট) স্থানীয় সময় সকালে আকস্মিক অসুস্থতায় ইন্তিকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাযিঊন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

কবি নাহিত তাঁর রোমান্টিক ও জাতীয় কবিতার জন্য আরবে বিশেষভাবে পরিচিত ছিলেন। তাঁর রচিত কবিতা সত্তর ও আশির দশকে খুব জনপ্রিয়তা পেয়েছিল। মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন।

তাঁর রেখে যাওয়া সন্তান সন্তুতি ও নাতি নাতনীরাও তাঁর পদচিহ্ন অনুসরণ করে কবিতা প্রেমী হয়ে ওঠে। এদের মধ্যে আব্দুল্লাহ এবং যায়েদ ২০০৯ সালে “মিলিয়ন’স পয়েট” নামক টিভি শো তে কবি হিসেবে আত্মপ্রকাশ করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button