সিলেটে আনুষ্ঠানিক যাত্রা শুরু সিআরটি পুলিশের

সিলেটে প্রশিক্ষণের সমাপণী দিনে দক্ষতার মহড়ার মাধ্যমে আনুষ্ঠানিক পথ চলা শুরু করলো পুলিশের বিশেষায়িত টিম ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) সিলেট মহানগর পুলিশ ইউনিট। গতকাল বুধবার পুলিশ লাইন্সের শামসুল হক মিলনায়তনে সিলেট মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, যুক্তরাষ্ট্রের দুই প্রশিক্ষকের উপস্থিতিতে সিআরটির ২৪ সদস্যের সিলেট ইউনিটটি তাদের দক্ষতার মহড়া প্রদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট নগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার পরিতোষ ঘোষ, উপ কমিশনার (দক্ষিণ) ফয়সল মাহমুদ, উপ কমিশনার (হেড কোয়ার্টার) শাহরিয়ার আল মামুনসহ এসএমপির উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

পরিতোষ ঘোষ বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সিআরটি সদস্যরা পুলিশের অন্য ইউনিটগুলোর তুলনায় অনেক বেশি সক্ষম হবে। পুলিশ সূত্র জানিয়েছে, এখন থেকে সিলেটে মাদক, অস্ত্র চোরাচালান, সন্ত্রাসী দমন, জঙ্গি নির্মূল অভিযানসহ বিশেষ অভিযানে সিআরটি সিলেট ইউনিট কাজ করবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৪ সদস্যের সিলেট মেট্রোপলিটন পুলিশের ‘সিআরটি’ টিম গত ২৪ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত জর্ডানে পুলিশ ট্রেনিং কেন্দ্রে মাসব্যাপি প্রশিক্ষণ নিয়েছেন। সেখানে অস্ত্র পরিচালনা, জঙ্গি দমন, মাদক, চোরাচালানি ও সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযান বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষায়িত টিম সোয়াতের আটজন প্রশিক্ষক তাদের প্রশিক্ষণ দেন।

জর্ডানে প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পর গত ৩০ জুলাই থেকে সিলেটে পুনরায় এই টিমের প্রশিক্ষণ শুরু হয়। আগামী ৩০ আগস্ট তাদের প্রশিক্ষণ শেষ হবে। যুক্তরাষ্ট্র সোয়াতের অপর দুই প্রশিক্ষক সিলেটে অবস্থান করে ২৪ সদস্যের এই টিমকে প্রশিক্ষণ দিচ্ছেন। সিলেট জেলা পুলিশ লাইন্সে প্রতিদিন প্রশিক্ষণের পাশাপাশি আখালিয়াস্থ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ফায়ারিং রেঞ্জে ফায়ারিংয়ে তারা অংশ নেন।

এসএমপি সূত্র জানায়, প্রশিক্ষণের পাশাপাশি তাদের অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button