তুরস্ককে আর্থিক সহায়তার চিন্তা-ভাবনা করছে জার্মানি
ইউরোপ আক্রান্তের শঙ্কা
তুরস্কের অর্থনীতি নিম্নমুখী হওয়ার কারণে বার্লিন এই শঙ্কায় রয়েছে যে, এর প্রভাব হয়ত ইউরোপজুড়ে ছড়িয়ে পড়তে পারে এবং তা খুব ভয়ানক ফলাফল ঢেকে আনবে।
জার্মানির কর্মকর্তারা জানাচ্ছেন, তুরস্কের অর্থনীতি ধ্বসে পড়ার প্রভাবে এই অঞ্চল, জার্মানি এবং ইউরোপকে অস্থিতিশীলতার মধ্যে ফেলে দিতে পারে। আর বার্লিনের এই উদ্বিগ্নতার কারণে জার্মান সরকার তুরস্ককে জরুতি ভিত্তিতে আর্থিক সহায়তার চিন্তাভাবনা করছে।
যদিও উভয় দেশের মধ্যে এধরনের আলোচনা এখনো প্রাথমিক অবস্থায় রয়েছে। সেই সাথে সহায়তার করার বিষয়টিও এখনো আশা পর্যায়ে রয়েছে।
বার্লিনের সূত্র বলছে, আর্থিক সহায়তার সম্ভাব্যতা এখনো আলোচনার পর্যায়েই রয়েছে। আর তা করা হলে এটি হতে পারে তখনকার সময়ের মত যখন ইউরোপের অর্থনীতির দুঃসময়ে ইউরোজোনের রাষ্ট্রীয় ব্যাংকগুলো প্রকল্প ভিত্তিক সুনির্দিষ্টভাবে লোন প্রদান করেছিল।