ব্রিটেনে কমে গেছে বাড়ির দরের প্রবৃদ্ধি
ব্রিটেনে চলতি গ্রীষ্মে কমে গেছে বাড়ির দরের প্রবৃদ্ধি। গত বছরের তুলনায় এই বছরে বাড়ির দর মাত্র ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একথা জানিয়েছেন ব্রিটেনের গৃহ নির্মাণ সংস্থা নেশনওয়াইড।
সংস্থাটি বলেছে বাড়ির দর বাড়ার প্রবৃদ্ধি গত জুলাই মাসে ২.৫ শতাংশ থাকলেও তা আগস্ট মাসে কমে দাঁড়িয়েছে ২ শতাংশ। জুলাই থেকে আগস্ট মাসে সম্পত্তির গড় দর ০.৫ শতাংশ পড়ে গেছে। সংস্থাটি আরো জানায় দেশটিতে বাড়ির গড় মূল্য এখন ২ লাখ ১৪ হাজার ৭৪৫ পাউন্ড।
নেশনওয়াইডের প্রধান অর্থনীতিবিদ রবার্ট গ্রান্ডার জানিয়েছেন, ভবিষ্যতে অর্থনৈতিক অবস্থার উপরে প্রবৃদ্ধি নির্ভর করছে। এরকম অর্থনৈতিক অবস্থা চললে নতুন বাড়ির চাহিদা আরো কমে যাবে। ফলে দরও কমবে। -বিবিসি